তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ঈদের আনন্দ উপভোগ করতে নানা বাড়িতে আসা তপু আহমদ (২৩) লাশ হয়ে ফিরলো বাড়িতে।
জানা যায়, সোমবার (২৪ এপ্রিল) মৌলভীবাজার সদর উপজেলার বেকামুড়া গ্রামের আব্দুন নূরের ছেলে তপু আহমদ শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে। রাস্তা পারাপারের সময় সড়ক দূর্ঘটনায় তপুর মাথার ডানদিকে আঘাত ও উরুর হার ভেঙে গুরুতর রক্তাক্ত জখম হয়। শ্রীমঙ্গল থানা পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে তার মৃত্যু হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে ড্রাইভার সুযোগ বুঝে সঠকে পড়ে পালিয়ে যায়।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
প্রিন্ট করুন
Discussion about this post