নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়া সদর উপজেলার ১০ নং উজানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪ টায় দুুর্বাচারা বাজারে ছানোয়ার মোল্লার গোডাউনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উজানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সদর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: গোলাম মওলা, সদর থানা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, সদর থানা আওয়ামীলীগের সদস্য এম এ আব্দুল মজিদ, সদর থানা আওয়ামীলীগের সাবেক সদস্য মো: লাভলু, উজানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: মঈনুদ্দীন বিশ্বাস। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদক বক্তব্য রাখেন। এ সময় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, মো: গোলাম মওলা, মো: ছানোয়ার মোল্লা, মো: আবু বক্কর, রেহেনা মজিদ ও বর্তমান চেয়ারম্যান মো: সাবুবিন ইসলাম সকলেই ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী। এদের সকলের নামই ইউনিয়ন আওয়ামীলীগ থেকে সদর উপজেলা আওয়ামীলীগের নিকট পাঠানো হবে। সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পদক, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক, সদর উপজেলা চেয়ারম্যান এবং আমাদের সকলের অভিভাবক বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুব উল আলম এমপি এবং মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যাকে নৌকা প্রতীক দেওয়া হবে আমরা সকলেই তার পক্ষে নির্বাচন করবো। পরর্বর্তীতে সভায় সর্বসম্মতিক্রমে এটাই সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় একব্বার মুন্সী, আকমল হোসেন, নবীছদ্দিন মন্ডল, টুকু বিশ্বাস, শাহিনুর রহমান, আব্দুল ওহাব, ওমর ফারুকসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা পরিচালনা করেন উজানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক।

Discussion about this post