ভেড়ামারা প্রতিনিধি: সাহিত্য ও সাংস্কৃতিক রাজধানীখ্যাত কুষ্টিয়া’র জনপ্রিয় সাহিত্য সংগঠন ” উত্তরণ সাহিত্য পরিষদ কুষ্টিয়া ” এর ত্রিবার্ষিক সন্মেলন এবং
উপদেষ্টা মন্ডলীর পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (০২রা মে) বিকাল পাঁচটায় কুষ্টিয়া থানার সামনে আনুষ্ঠানিক ভাবে এক কপি সপে এ কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন কুষ্টিয়ার অতি পরিচিত মুখ, মোঃ খলিলুর রহমান মজু।
এসময় উপস্থিত ছিলেন, নতুন কমিটির সন্মানিত সভাপতি সুলতানা রেবেকা নাসরিন, সাধারণ সম্পাদক এম ডি আসাদ।
আরো উপস্থিত ছিলেন, উত্তরণ সাহিত্য পরিষদ কুষ্টিয়া’র উপদেষ্টা মোঃ খলিলুর রহমান মজু, উপদেষ্টা পরিষদের সন্মানিত সদস্য কবি ও গল্পকার আসমান আলী, নাট্য ব্যক্তিত্ব মোঃ আসলাম আলী, ইমাম উদ্দিন আহমেদ ইমন, কুষ্টিয়া লেখক ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সাইদ, আজিজুল হক স্বপন,আসমা আনসারী মীরু, শরিফুল আলম কচি, জেসমিন হোসেন মিনি, হোসনে আরা, মোঃ ফজলুল হক, চর্যাপদ কুষ্টিয়ার সভাপতি আনোয়ার কবির বকুল, নিখিল চন্দ্র পাল, মোহাম্মদ শাহেদ সরোওয়ার্দী, মেহেদী হাসান, মাসুদ রানা, জসীম উল্লাহ আল হামিদ, আব্দুর রাজ্জাক প্রমুখ।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩ মে ২০২৪

Discussion about this post