কুষ্টিয়ার মিরপুরে নৌকা প্রতিকে হাসানুল হক ইনুর পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার আমলা বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়।
মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আমলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ১৪ দলীয় জোট মনোনীত জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন উন্নয়নের ধারা অব্যাহত এবং সন্ত্রাস নির্মুলে নৌকা মার্কায় ভোট দিন। তিনি আরো বলেন, নৌকা মার্কার প্রার্থী বিজয়ী হলেই এলাকার উন্নয়ন সম্ভব।
এতে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র হাজী এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হক রবি, যুগ্ম-সাধারণ সম্পাদক আতাহার আলী, রুহুল আলম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মতিন লোটাস, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আলিমুজ্জামান রাজু, সাবেক শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া পরিষদের সদস্য আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান , জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আহমমদ আলী, সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি জমির উদ্দিন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি ইব্রাহিম খলিল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাহাতুজ্জামান রাহাত, কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহন লাল জোয়ার্দ্দার, জেলা যুবলীগ নেতা রিয়াজতুল্লাহ মালিথা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম, সোহাগ আহমেদ, পৌর যুবলীগের আহ্বায়ক হাসানুর রহমান খান তাপস প্রমুখ।
পথসভায় হাজারো জনতার ঢলে তা জনসভায় রুপ নেয়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২ জানুয়ারি ২০২৪

Discussion about this post