শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি॥ পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী’র আকষ্মিক বদলীর খবরে রীতিমত হতবাক হয়েছেন, উপজেলা বাসী।
পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী যোগদানের পর তিনি তার ব্যবহার, কর্মকান্ডে ও নিজগুনে সকলের মন জয় করতে সক্ষম হয়েছিলেন।
জানা যায়, যোগদানের পর থেকে স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক, প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা ও সমন্বয়ে দাপ্তরিক কাজের পাশাপাশি সকল কর্মকান্ড দক্ষতার সাথে পালন করে আসছেন। উন্নয়নমুখী ও সৃষ্টিশীল চেতনায় সকলের মন জয় করে একজন নীতিবান কর্তব্য পরায়ন সদাহাস্যজ্জ্বল সাহসী নির্বাহী অফিসার ছিলেন এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
তিনি ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর পাইকগাছায় যোগদান করেন। যোগদান করেই তিনি কওমি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের খোঁয়া যাওয়া ২ লাখ টাকা তাদের হাতে তুলে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন। মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের নেয়া পদক্ষেপ বাস্তবায়নে সফল হয়েছেন। ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, করোনা পরীক্ষায় বাধ্য করেছেন মানুষকে। দিনে-রাতে যেকোনো সময় যেকোনো মুহূর্তে যেখানে যখন যে সমাস্যার কথা শুনেছেন সেখানেই উপস্থিত হয়ে কবরস্তান নিয়ার তাৎক্ষণিক সমস্যার সমাধান করেছেন।
ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্যবিয়ে, মাদক দ্রব্য, জুয়া খেলা প্রায় বন্ধ করে দিয়েছেন। প্রধান মন্ত্রীর উপহার মুজিব শতবর্ষের ঘর প্রদানে তার সময়ে তালিকা প্রনয়নে সফল ছিলেন। ঘর নিয়ে অসংগতির খবরে টাস্কফোর্স কমিটির সহায়তায় অনেককে তালিকা থেকে বাদও দিয়েছেন।
প্রকৃত হকদারদের মাঝে দিয়েছেন। এমনকি অসহায় ভুমিহীন সেপ্টি টেংকির উপর ১০ বছরের বসবাস কারী, পলিথিন দিয়ে ঢাকা কুড়ে ঘরের বাসিন্দাসহ হিজড়া সম্প্রদায়ের কয়েকজনকে মুজিব বষের ঘরে পুনর্বাসন করে তিনি সাধারণ মানুষের কাছে অতি আপনজন প্রিয় মানুষ হয়ে উঠতে পেরেছিলেন। কিছু দুষ্ট প্রকৃতির লোকেরা অন্যের জমি টাকা ইত্যাদি অবৈধ অর্থ আদায় করতে পারছে না বলে তাদের কাছে তিনি কিছুটা বিষফোঁড়া। রাস্তাঘাট মেরামত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান তার বড় একটা সাফল্য। সব মিলিয়ে তিনি একজন সফল কর্মকর্তা হিসেবে পাইকগাছাবাসীর মন জয় করতে পেরেছিলেন।
পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট আইনজীবী এ্যাডঃ এফএমএ রাজ্জাক বলেন, কোন উপজেলায় খালিদ হোসেন সিদ্দিকীর মত দক্ষ অফিসার থাকলে সেখানে সাধারণ মানুষের ভাগ্যের কিছুু পরিবর্তন আসবে এটা নিশ্চিত করে বলা যায়। এসময় তার এ বদলীটা স্থগিতের দাবী জানান।
পাইকগাছা উপজেলাবাসি সরকারি কর্মকর্তা বৃন্দসহ বিচক্ষণ ব্যক্তিবর্গ উপজেলা নির্বাহী অফিসারের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার ও ইউপি নির্বাচন পর্যন্ত বদলির স্থগিত দাবি জানিয়েছেন ।
উপেজলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, বদলীর চাকুরি বদলীতো হতেই হবে। যেখানে যাব সেখানেই সরকারী সকল কর্মকান্ড বাস্তবায়ন করাই আমাদের কাজ। সাথে সাথে সাধারণ মানুষের জন্য কিছু করতে পারলে নিজেকে গর্বিত মনে করি। তিনি আরো জানান, নিজের উপর অর্পিত দায়িত্ব পালনে তথা সামাজিক উন্নয়ন শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যাহা যাহা করণীয় তা করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।
প্রিন্ট করুন
Discussion about this post