পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি :
লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জন চেয়াম্যান ও ১৪ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।নির্বাচন কমিশন কর্তৃক ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় ঘোষিত নির্বাচনে সোমবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে পাটগ্রামে উপজেলা পরিষদ চেয়াম্যান প্রার্থী পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তিনবারের নির্বাচিত চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য ওয়াজেদুল ইসলাম শাহীন, বাউরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম। ভাইস চেয়ারম্যান (পুরুষ) প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোফাজ্জল হোসেন লিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লা আল মামুন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থী মহিলা যুবলীগের সভাপতি মির্জা সাইরী তানিয়া, উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য রেজওয়ানা পারভীন ও লতিফা আক্তার (বিএনপি)। অপরদিকে হাতীবান্ধা উপজেলায় চেয়ারম্যান পদে মশিউর রহমান মামুন (আওয়ামী লীগ), লিয়াকত হোসেন বাচ্চু (আওয়ামী লীগ), মজিবুল আলম সাদাত (আওয়ামী লীগ), শাহানা ফেরদৌসী (আওয়ামী লীগ) ও হাবিবুর রহমান (জামায়াত) এবং ভাইস চেয়ারম্যান (পুরুষ) মোস্তাফিজুর রহমান মঞ্জু, শামসুজ্জামান সেলিম, আলাউদ্দিন মিয়া, শোয়েব আহমেদ, সাবেরুল ইসলাম চঞ্চল, জুয়েল ও দুলাল চন্দ্র এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) শারমিন সুলতানা সাথি, মাকতুফা ওয়াসিম বেলি ও নাসরিন বেগম।
দৈনিক দেশতথ্য//এইচ//