শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট থেকে:
জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের বড় কমলাবাড়ির বটতলা গ্রামের কৃষক আক্কাস আলীর গৃহপালিত একটি গাভী গতকাল সোমবার একই সাথে দুইটি গরুর ছানা (বাছুর) প্রসব করেছে। গরু ও বাছুর দুইটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে। কৃষক পরিবারটিকে সকলে সৌভাগ্যবান মনে করছে।
বাছুর দুটি কে এক নজর দেখার জন্য কৃষক পরিবারের বাড়িতে আশেপাশের প্রতিবেশী ও গ্রামের মানুষজন ভীড় করছে।
কৃষক আক্কাস আলীর জানান, প্রত্যেহ মাঠে ঘাস খাওয়াতে গৃহপালিত গরুটি বেঁধে রেখে আসেন। সোমবারও মাঠে গাভীটি বেঁধে আসেন। গর্ভবর্তী ও প্রসবের সময় হওয়ায় একটু পর পর খোঁজ রাখেন গাভীটির। হঠাৎ গাভীটির হাকডাক ও অস্থিরতা দেখে বুঝতে পারেন প্রসব ব্যথা উঠেছে। গাভীটি দুটি ফুটফুটে সাদা কালো রংগের বাছুরের জন্ম দেয়। একটি ষাড় ও অপরটি বকনা বাছুর । বর্তমানে গাভী ও বাছুর দুটি সুস্থ আছে এবং মায়ের দুধ পান করছে। দুই বছর পূর্বে হাট হতে এক গৃহস্থর কাছ হতে ৫০ হাজার টাকা ৮ মাস বয়সের বাছুর কিনে ছিলেন। লালন-পালন করে বড় করেন। প্রথমবার একটি বাছুর হয়েছিল। এটা তার দ্বিতীয়বার বাছুর প্রসব করে। একটি বাছুর গরু হতে দুই বছরে তার ৪টি গরু হয়েছে। তারমতে গবাদি পশুপালন লাভজনক। তার ছোট পরিবারের দুধের চাহিদা মিটিয়েও বিক্রি করতে পারবেন। বাছুর গুলো বড় হলে আর্থিক স্বচ্ছলতা আসবে। জনৈক পশুচিকিৎসক বলেন, এটা অতিমারী কোন অলৌকিক বিষয় নয়। এটা একটি গর্ভধারণ ত্রুটি। মানুষের যেমন একাধিক ভ্রুন গভাশয়ে অনুসিক্ত হলে জমজ শিশুর জন্ম হয়। ঘটনাটি এই গভীর ক্ষেত্রেও ঘটেছে। সাধারণত গবাদি পশু গরুর ক্ষেত্রে জমজ ভ্রুন অনুসিক্ত হয়ে জমজ বাছুর জন্মানোর ঘটনা সচারচর হয় না। আবার উল্টোটা গবাদিপশু ছাগলের ক্ষেত্রে হয়। ছাগল একাধিক ছাগল ছানার সচরাচর জন্ম দেয়।