টিভি সাংবাদিকতার জগতে সকলের অতি চেনা মুখ এবং দেশের একজন জনপ্রিয় সাংবাদিক হিসেবে পরিচিত ড. অখিল পোদ্দার।
তিনি একুশে টেলিভিশনের হেড অব ইনপুট থেকে প্রধান বার্তা সম্পাদক হিসেবে পদোন্নতি পেয়েছেন।
ইতোপূর্বে একুশে টেলিভিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। তিনি সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া জেলার কৃতি সন্তান।
২০০৭ সালে একুশে টিভির সিনিয়র রিপোর্টার হিসেবে যোগদান করেছিলেন অখিল পোদ্দার। ড. অখিল পোদ্দার বাংলা ভাষা ও সাহিত্যে লেখাপড়া করেছেন। ইসলামি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন কালে সাংবাদিকতার হাতেখড়ি নেন। কাজ করেছেন দৈনিক ভোরের কাগজ ও দৈনিক জনকণ্ঠে।
একুশে টেলিভিশনে ‘জনদুর্ভোগ’ শিরোনামে অনুসন্ধানী রিপোর্ট করে বেশ সুনামও কুড়িয়েছেন ।
উত্তরবঙ্গের মঙ্গা নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের জন্য পেয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি পুরস্কার। ২০১১ সালে পেয়েছেন ইউনেস্কো পুরস্কার। সমুদ্রপারের পটুয়াখালীর গলাচিপার চরাঞ্চলের জীবনযুদ্ধ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন ‘চরের জীবন চরের জমি’র জন্য পেয়েছেন মোনাজাত উদ্দিন স্মৃতি পুরস্কার। সমাজের গুচ্ছ অপরাধের শেকড় সন্ধান করায় টেলিভিশন থেকে প্রথমবারের মতো পেয়েছেন পিআইবি-সোহেল সামাদ পুরস্কার-২০১২।

Discussion about this post