শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট:
জেলার কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্ত হতে জমসেদ আলম(৪৫) নামের এক বাংলাদেশীকে গুলিবিদ্ধ অবস্থায় ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ।
এ ঘটনায় বাংলাদেশের সীমান্ত গ্রামে আতস্ক বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল ৬ টায়।
স্থানীয় গ্রামবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৬ টা জেলার কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তের মেইন পিলার ৯১৫/৮এস বিপরীতে ভারতের অভ্যন্তরে ভারতীয় ৭৫ বিএসএফ ক্যাম্পের টহলদলের সদস্যরা বাংলাদেশী এক চোরাকারবারীকে গুলি করে। সে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে তাকে ধাওয়া দিয়ে ধরে বিএসএফ ক্যাম্পে নিয়ে যায়।
সে জেলার কালীগঞ্জ উপজেলার গঙ্গাগাছ গ্রামের মোঃ কিতাব আলীর ছেলে মোঃ জমসেদ আলম (৪৫)।
বর্তমানে সে ভারতীয় পুলিশের হেফাজতে রয়েছে। তার ভাগ্যে কি ঘটেছে কেউ জানেনা। তবে স্বজনরা আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসার করানোর সময় রক্তমাখা একটি ছবি পেয়েছে।
লালমনিরহাট ১৫ বিজিবির বুড়িরহাট বিওপি ক্যাম্প সূত্রে জানা গেছে, এ ঘটনায় বিএসএফ কে চিঠি দেয়া প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তের একটি সূত্র দাবী করেছে, সীমান্তে গরু পাচারকারী দলের কোটার তালিকা করে পুলিশ, বিজিবি, র্যাব ও আইনশৃংখলা বাহিনী যৌথ অভিযান করে গরু পাচারকারী চক্রের হোতাদের গ্রেফতার করতে হবে। তবে সীমান্ত হত্যা ও সীমান্তে চোরাকারবারী বিএসএফের হাত গুলিবিদ্ধ হওয়ার ঘটনা শূন্যে নেমে আসতে পারে।