Print Date & Time : 14 September 2025 Sunday 12:04 am

এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস প্রফেশনালস্ ফ্রেন্ডস এন্ড ফ্যামেলি ফাউন্ডেশনের আয়োজনে এতিম শিশুদের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মহানগরের যোগীতলা বদরে আলম আরাবিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 
এসময় উপস্থিত ছিলেন, বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের হেড অব অপারেশনস্ মো রাজিবুল ইসলাম, আদিফা মেমোরিয়াল ট্রাস্টি বোর্ডের সদস্য খন্দকার জোবায়ের, বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সোহেল রানা সবুজ, সেক্রেটারী শেখ সাবের আলী, জয়েন্ট সেক্রেটারী মোবারক হোসেন, সদস্য আসাদুজ্জামান, সাইফুল ইসলাম, মাহিন রেজা, রাইয়ানুল ইসলাম আরাফ, স্পেস সোয়েটার লিমিটেডের সিকিউরিটি এন্ড এ্যাডমিন অফিসার সেলিম মিয়া, হাফেজ মো: আজহারুল ইসলাম তামিম, সাংবাদিক হাছিবুল হাসান হাছিব প্রমুখ।

বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের চেয়ারম্যান সজিবুল ইসলাম  তার বক্তব্যে বলেন,  “আল্লাহ তায়ালা যেন সবসময় সকল অবস্থাসম্পন্নকে এতিম শিশুদের পাশে থাকার সুযোগ দেন। সমাজের যারা বিত্তবান রয়েছেন তবে শুধু বিত্তশালী ও প্রফেশনাল’সরা নয় সবাই যে যার অবস্থান থেকে যদি এতিমদের খোঁজ খবর রাখেন তাহলে আর তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে হবে না। প্রতি বছর পবিত্র রমজানে এতিম, অসহায় ও কোরআনে হাফেজদের নিয়ে ইফতার আয়োজনের এই ধারা যেন অব্যাহত থাকে, সেই লক্ষ্যে সবার কাছে দোয়া চাওয়া হয়। তাদের সত্যিকারের দেশপ্রেমিক হওয়া এবং সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিত্তবান সহ সকলকে এতিমদের জন্য সহযোগিতার আহবান জানানো হয়। পরিশেষে আদিফা মেমোরিয়াল ট্রাস্ট থেকে এতিম শিশুদের একমাসের জন্য চাল, ডাল, আলু সহ নিত্য প্রয়োজনীয় বাজার হস্তান্তর করা হয়।

ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো এনামুল ইসলাম। এসময় উক্ত মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।