জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান এডভোকেট এনজিও গুলোকে বন্যার্তদের পাশে দাড়ানোর আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, পদক্ষেপ এনজিও সংস্থাটি সুনামগঞ্জকে এগিয়ে নিতে দীর্ঘদিন যাবৎ মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে। তারা সর্বদাই জেলাবাসীর দুর্যোগে মানুষের সাথে আছে। এই সংস্থাটিকে মডেল ধরে সুনামগঞ্জ জেলার সকল এনজিও এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে চলমান বন্যা দুর্যোগ মোকাবেলায় বানভাসী মানুষের পাশে দাড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।
মঙ্গলবার (২৮ জুন) দুপুরে পদক্ষেপ এনজিও সংস্থার হাজীপাড়াস্থ এরিয়া কার্যালয়ে ৫ শতাধিক বন্যার্ত জনসাধারনের মাঝে ত্রাণসামগ্রী বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সমৃদ্ধি কর্মসূচীর উদ্যোগে ও পিকেএসএফ এর অর্থায়নে দিনব্যাপি বন্যার্ত নারী পুরুষের মাঝে উক্ত ত্রাণসামগ্রী বিতরন করা হয়। সংস্থার মাঠ পর্যায়ে সনাক্তকৃত ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে চাল,ডাল,আলু ও সোয়াবিন সমেত ত্রাণসামগ্রীর প্যাকেট আনুষ্ঠানিকভাবে বিতরন করেন হুইপ মিসবাহ।
এসময় এসময় পদক্ষেপ এর সিনিয়র সহকারী পরিচালক আবুল বাশার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,পদক্ষেপ এর সহকারী পরিচালক ও জোনাল ম্যানাজার রফিকুল ইসলাম, সুনামগঞ্জ এরিয়ার এরিয়া ম্যানেজার ও সিনিয়র ব্যাবস্থাপক গোলাম এহিয়া, সিনিয়র অফিসার খান গোলাম মোস্তফা, শামীম মিয়া, পদক্ষেপ সদর ব্রাঞ্চের ম্যানাজার কামরুজ্জামান,সুরমা ব্রাঞ্চের ম্যানাজার বাদল হোসেন, এসডিও জাহিদুল ইসলাম, ইডিও সোহেল খান, পদক্ষেপ এর স্বাস্থ্য কর্মকর্তা সনেট রায় ও দিপংকর মালাকারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
পদক্ষেপ সুনামগঞ্জ এরিয়ার সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার গোলাম এহিয়া বলেন, ১৯৮৬ সালে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা থেকে পদক্ষেপ এর কার্যক্রম শুরু করা হয়। বর্তমানে দুর্যোগ মোকাবেলা,স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, কমিউনিটি উন্নয়ন কার্যক্রম, ঋণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে এই সংস্থাটি। সর্বশেষ জুন মাসের কর্মব্যস্ততার মধ্যেও চলমান বন্যায় ক্ষতিগ্রস্থ সুনামগঞ্জ পৌরসভায় ৫০০,সুরমা ইউনিয়নে ৭০০ ও জামালগঞ্জ উপজেলায় ৫০০ পরিবারকে আমরা ত্রাণ সহায়তা দিয়েছি। সিলেট এরিয়ার এরিয়া ম্যানাজার ও সিনিয়র ব্যবস্থাপক মজিবুল হক জানান, বন্যায় ক্ষতিগ্রস্থ সিলেট বিভাগের মৌলভীবাজার,সিলেট ও সুনামগঞ্জ জেলায় মোট ৩৯০০ পরিবারকে প্রথম দফায় ত্রাণ সহায়তা দিতে যাচ্ছে সংস্থাটি। পরবর্তীতে ত্রাণ সহায়তা বৃদ্ধি করা যেতে পারে।
আর//দৈনিক দেশতথ্য//২৮ জুন-২০২২//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post