Print Date & Time : 24 August 2025 Sunday 2:11 pm

এবিএম মূসা ক্রীড়া সাংবাদিক পুরষ্কার

এবিএম মূসা সেতারা মূসা ফাউন্ডেশন কতৃক ঘোষিত এবিএম মূসা ক্রীড়া সাংবাদিক পুরষ্কারের প্রতিবেদন জমা দেয়ার সময় আগামী ৬জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

এবিএম মূসা ক্রীড়া সাংবাদিক পুরষ্কারের জন্য ২০২৩ সালের ১ জানুয়ারী ২০২৩ থেকে ৩১ডিসেম্বর ২০২৩ সালে প্রকাশিত/সম্প্রচারিত প্রতিবেদন পুরষ্কারের জন্য বিবেচিত হবে। যে প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় জমাকৃত প্রতিবেদন প্রকাশিত/সম্প্রচারিত হয়েছে সে প্রতিষ্ঠান থেকে প্রত্যয়ন পত্র প্রতিবেদনের সাথে জমা দিতে হবে।
◦ প্রতিবেদন জমা দেওয়ার ঠিকানা:সুবাস্তু রিমঝিম,৫/২ইকবাল রোড,মোহাম্মদপুর,ঢাকা ১২০৭।ইমেইলেও প্রতিবেদন পাঠানো যাবে।ইমেইল:sultanajhuma@gmail.com

-প্রেস বিজ্ঞপ্তি