কুষ্টিয়ার দৌলতপুরে প্রান্তিক জুনিয়র হাইস্কুল এমপিওভূক্ত হওয়ায় এলাকাবাসী ও সুধীজন আনন্দ আয়োজন করে একে অপরকে মিষ্টিমুখ করিয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার পূর্বে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের খলিসাকুন্ডি গ্রামে প্রান্তিক জুনিয়র হাইস্কুল চত্বরে এ আয়োজন করা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, প্রান্তিক জুনিয়র হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ড. মো. মোফজ্জেল হক, খলিসাকুন্ডি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, খলিসাকুন্ডি হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ইনামুল হক, সাবেক সভাপতি বাপ্পা ইয়ারুল, ইউপি সদস্য জগলুল হায়দার, মো. জাকারিয়া, স্থানীয় আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম ও প্রান্তিক জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক আজিরুল ইসলামসহ স্থানীয় সুধীজন ও এলাকাবাসী। প্রান্তিক জুনিয়র হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ড. মো. মোফজ্জেল হক উপস্থিত সকলের উদ্দেশ্য শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং প্রান্তিক জুনিয়র হাইস্কুলসহ দৌলতপুরের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভূক্ত করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ০৬,২০২২//

Discussion about this post