কুমারখালী প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীর ঐতিহ্যবাহী এম এন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নব গঠিত এ্যাডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার সকালে উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে অত্র বিদ্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়।
এসময় এম এন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ বাসারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নব গঠিত কমিটির সভাপতি এ্যাডঃ জাকারিয়া আনছার মিলন।
অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক মনোয়ার হোসেন, কুমারখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোস কুমার মদক সহ অনেকে উপস্থিত ছিলেন।