চলতি বছরের এসএসসি পরীক্ষায় হাসিব ড্রীম স্কুল কলেজের শিক্ষার্থীরা অভাবনীয় সাফল্য অর্জন করেছে। সুনাম ধন্য এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই প্রথম বারের মত ২৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষার ফলাফলে ২৯ জন শিক্ষার্থীর মধ্যে ২৯ জনই জিপিএ ৫ অর্জন করেছে। এর মধ্যে আবার ২৪ জন শিক্ষার্থী গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে।
দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বিআরবি গ্রুপের সেবামূলক অঙ্গ প্রতিষ্ঠান কিয়াম ছিরাতুন্নেছা মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক হাসিব ড্রীম স্কুল কলেজ পরিচালিত হয়ে আসছে। এই প্রতিষ্ঠান থেকে ২৪ জন জিপিএ গোল্ডেনসহ শতভাগ শিক্ষার্থী জিপিএ ৫ পাওয়ার বিষয়টি কুষ্টিয়াতে ব্যাপক সাড়া ফেলেছে। শিক্ষার্থীদের এই অভাবনীয় সাফল্যে ছাত্র-ছাত্রী, শিক্ষক-অভিভাবক সবার মাঝেই আনন্দের বন্যা বইছে।
শিক্ষানুরাগীরা এমন সাফল্যে অত্র বিদ্যালয়ের কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন। হাসিব ড্রীম স্কুল কলেজের অভাবনীয় এই সাফল্যে অধ্যক্ষ ড. মেজর মোঃ নূরুল আমিন হেলাল (অব.) বলেন, বিআরবি গ্রæপের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ মজিবর রহমান এর দিক নির্দেশনা, শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার মধ্য দিয়ে এমন অভাবনীয় সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য আগামী বছর গুলোতেও যেনো এভাবে শতভাগ শিক্ষার্থীই জিপিএ গোল্ডেন ৫ পায়। তিনি এ সাফল্যের পিছনে যারা কাজ করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩০ জুলাই ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post