Print Date & Time : 5 July 2025 Saturday 10:51 pm

এসপির প্রত্যাহারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ

জামালপুরে পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদকে অপসারণের দাবিতে আন্দোলনের ৫ম দিনে মুখে কালো কাপড় বেঁধে নির্বাক প্রতিবাদ সমাবেশ করেছে জেলার কর্মরত সাংবাদিকরা।

এসময় উপস্থিত ছিলেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান,জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের সাংবাদিক শোয়েব হোসেন, জামালপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আমাদের সময়ের সাংবাদিক আতিকুল ইসলাম রুকন, ইনকিলাবের সাংবাদিক নূরুল আলম সিদ্দিকী, দৈনিক সচেতনকণ্ঠের সম্পাদক বজলুর রহমান, দিনকালের সাংবাদিক মুকুল রানা, বাসসের সাংবাদিক মুখলেছুর রহমান লিখন, একুশে টেলিভিশনের সাংবাদিক মুক্তা আহমেদ, সময় টেলিভিশনের সাংবাদিক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ টুডের সাংবাদিক এম সুলতান আলম, প্রথম আলোর সাংবাদিক আজিজ আহমেদ, বাংলাদেশ জার্নালের সাংবাদিক শওকত জামান, পিবিএর সাংবাদিক রাজন্য রুহানি প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন,জুয়া খেলার জন্য পুনাকের এই মেলার আয়োজন করেছে পুলিশ প্রশাসন। এ মেলার জন্য বাণিজ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসক ও চেম্বার অব কমার্সের অনুমতি না মিললেও মেলার সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছে। আমরা সাংবাদিকরা নীতিগত কারণেই জুয়া খেলার উদ্দেশ্যে আয়োজিত এ মেলাকে সমর্থন করতে পারি না।
তাছাড়া এখন চলছে এইচএসসি পরীক্ষাও। তাই মেলা চললে সবদিক দিয়েই ক্ষতির সম্ভাবনা রয়েছে।

তারা আরও বলেন,অবিলম্বে এ মেলা বন্ধ করে পুলিশ সুপারকে প্রত্যাহার করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
উক্ত সমাবেশে জামালপুর প্রেসক্লাব, জামালপুর জেলা প্রেসক্লাব, জামালপুর রিপোর্টার্স ক্লাব ও জামালপুর টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।