Print Date & Time : 2 September 2025 Tuesday 11:26 pm

ওয়াজ নছীহতে হাসি-তামাশা করবেন না: ছারছীনার পীর

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ¦ হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন, বর্তমানে সমাজের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিল হচ্ছে। ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হলো পথ হারা, আমল হারা মানুষকে সঠিক পথের দিশা দেয়া। কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় বর্তমানে যে হারে মাহফিল হচ্ছে, সে হারে মানুষ হেদায়েত তথা আমলের দিকে ধাবিত হচ্ছে না। আমাদের আলেম নামধারী কিছু কিছু ওয়ায়েজগণ শ্রোতাদের মনোরঞ্জন করার জন্য বিভিন্ন ধরণের হাসি-ঠাট্টা, নায়ক-নায়িকাদের সাথে উপমা দেয়া, গানের বাক্য বলা সহ বিভিন্ন ধরণের তামাশা করছেন। এতে করে ওয়াজ মাহফিলের কোন তা’ছীর তথা প্রভাব সমাজে পড়ছেনা। মনে রাখবেন ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় মানুষকে আমলমুখী করার জন্য, যাতে করে মানুষ হেদায়েত তথা সঠিক পথ পেতে পারে। এককথায় ওয়াজের ময়দানকে এমন বানাবেন না যাতে এর গাম্ভীর্যতা নষ্ট হয়।

হযরত পীর ছাহেব কেবলা উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন- আজকাল দেখা যায় বিভিন্ন ওয়াজের মঞ্চ থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে বিভিন্ন ভাবে ছোট করা হচ্ছে। তার শান ও মানকে খাঁটো করা হচ্ছে। তারা বিভিন্ন নেক সুরতে আমাদেরকে দিন দিন ধোঁকা দিয়ে যাচ্ছে। তাদের থেকে আমাদের ও আমাদের পরিবারের সকলকে সাবধানে থাকতে হবে।

গতকাল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন পাথরঘাটা হাইস্কুল মাঠে ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান, কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর স্মরণে ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ¦ হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, নায়েবে আমীর আলহাজ¦ হযরত মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন, মুহাদ্দিস মাওলানা মুহিব্বুল্লাহ আল মাহমুদ।

পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যান ও শান্তি কামনা করে এবং বিশেষ করে এলাকার মুর্দেগানদের জন্য রূহের মাগফিরাত কামনা করে আখেরী মুনাজাত পরিচালননা করেন।