Print Date & Time : 26 August 2025 Tuesday 4:15 am

সিদ্ধিরগঞ্জে ওয়ার্কিং জার্নালিস্ট ফোরামের মিলাদ ও দোয়া

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাংবাদিক হাশেম ও সাংবাদিক রাকিব, রাজিব, লিংকন ও শাহাদাত এর পিতার মৃত্যুতে তাদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) বাদ আছর ওয়ার্কিং জার্নালিস্ট ফোরামের উদ্যোগে সিদ্ধিরগঞ্জপুলস্থ এম এস টাওয়ারে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। 
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সকল সাংবাদিকদের পিতা মাতার সুস্থতা কামনা ও নিহতদের রুহের আত্মার মাগফিরাত কামনা করা হয়। 

পাশাপাশি উপস্থিত সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয় ওয়ার্কিং জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে। উক্ত মিলাদ অনুষ্ঠানে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন ওয়ার্কিং জার্নালিস্ট ফোরামের সভাপতি এ্যাড. মনির হোসেন। 

এসময় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি মোশতাক আহমেদ শাওন, নারায়নগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু, সাধারণ সম্পাদক সৈয়দ লিংকন, কবি সাহিত্যিক জাহাঙ্গীর আলম, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি অপু রহমান, বিজনেস বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি এস, কে,মাসুদ রানা, চ্যানেল এস টেলিভিশনের জেলায় কর্মরত সোহেল রানা, দৈনিক ট্রাইবুনাল জেলা প্রতিনিধি জাকির হোসেন, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফারুক হোসেন, আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি সাগর চৌধুরী, দৈনিক সময়ের আলো পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি রাশেদুল কবির অনু, দৈনিক খোলা কাগজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ইসমাইল হোসেন মিলন, আলোকিত শীতলক্ষা অনলাইন পোর্টালের সম্পাদক তোফাজ্জল হোসেন, প্রতিদিনের নারায়নগঞ্জ পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শাহাদাৎ হোসেন, স্বাধীন বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক আহসানুল হাবিব সোহাগ, দৈনিক অধিকারের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মোঃ আকাশ, জনবাণী পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি নাদিমসহ অন্যান্যরা।

এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ২০,২০২৩//