সিলেট অফিস: বৈষম্যবিরোধী আন্দোলনে সিলেটে হামলার ঘটনায় ভয়ঙ্কর সন্ত্রাসী ছাত্রলীগ নেতা ‘শুটার’`আনসার ও তার সহযোগী নাঈমকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
বুধবার (০৬ নভেম্বর) বেলা আড়াইটায় জেলার ওসমানীনগর উপজেলার ৩ নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজিপুর গ্রামের মোস্তফা মিয়ার বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-সিলেট নগরের মেজটিলা সৈয়দপুরের উনাই মিয়ার ছেলে আনসার আহম্মদ রাহুল (৩০) ও একই এলাকার ইসলামপুর কলোনীর আলমগীর হোসেনের ছেলে আমিনুল ইসলাম নাঈম (২৩)।
গণমাধ্যমে পাঠানো র্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গত ২৮ আগস্ট এসএমপির শাহপরান থানায় হত্যা চেষ্টা ও চাঁদাবাজির মামলা (নং-১৫(৮)২৪) দায়ের করা হয়। ওই মামলায় গ্রেফতারকৃতরা পলাতক ছিল। এরমধ্যে ১নং আসামী আনসার ভয়ঙ্কর সন্ত্রাসী ‘শুটার’হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে, জানায় র্যাব।
এহ/06/11/24/ দেশ তথ্য