Print Date & Time : 13 September 2025 Saturday 3:13 am

‘কটুক্তিকারীদের ফাঁসির দাবি’

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
ভারতে পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা নীতেশ রানে কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে হাটহাজারীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৪ অক্টোবর) বাদে জুমা
উপজেলার মির্জাপুর, মাদার্শা, শিকারপুর, বুড়িশ্চর ইউনিয়নে এসব বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর কেন্দ্রীয় মোমেনীয়া জামে মসজিদ চত্তর থেকে মুসল্লীদের আয়োজনে শুক্রবার বাদে জুমা সর্বস্থরের মুসল্লীদের অংশগ্রহনে একটি বিক্ষোভ মিছিল, সমাবেশ করেন।

উক্ত সমাবেশে মুসল্লীর পক্ষ থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামি যুবসেনা হাটহাজারী উপজেলার সহ সভাপতি মুহাম্মদ বেলাল হোসেন, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারি বুলবুলি পাড়া শাখার সদস্য মীর আসকার, আরিয়ান শিপু, বৈষম্যবিরুধী ছাত্র আন্দোলনের মীর আদনান আজিজ,গাউছিয়া কমিটির হাবিবুল হোসাইন প্রমুখ।
পরে একটি বিক্ষোভ মিছিল মির্জাপুর ইউনিয়নে সরকার বাজার,মইগ্গেরহাট বাজারসহ হাটহাজারী-ফটিকছড়ি আঞ্চলিক মহাসড়কের অংশ পদক্ষিন করে পুনরায় কেন্দ্রীয় মোমেনীয়া জামে মসজিদ চত্তরে গিয়ে শেষ হয়।

অপরদিকে উপজেলার মাদার্শা, শিকারপুর ও বুড়িশ্চর ইউনিয়ন হেফাজত ইসলাম বাংলাদেশের আয়োজনে সর্বস্থরের মুসল্লীদের অংশগ্রহণে মদুনাঘাট চত্তর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক পদক্ষিন করে কাপ্তাই নতুন রাস্তার মাথায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, হাফেজ ইব্রাহিম, মাওলানা নেয়ামত আলী, মো.দিদারুল আলম,মাওলানা শওকত আলী, মুফতি শরাফত হোসেন প্রমূখ।

উভয় সমাবেশে বক্তারা মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে কুটুক্তি কারীদের আইনের আওতায় এনে ফাঁসির জোর দাবী জানান। এবং দেশে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি না করার জন্য সকলের প্রতি আহবান জানান।