Print Date & Time : 15 September 2025 Monday 11:09 am

কনস্টেবল সাঈদ এর রহস্যজনক মৃত্যু

মেহেরপুর গাংনী উপজেলার অ্যালঙ্গী ক্যাম্পে কর্মরত কনস্টেবল সাঈদের (২৬) এর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে ।

রবিবার ( ৪ জুন) সকাল ৯টার সময় গান নিয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃত সাঈদের মরাদেহ ময়নার তদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠানো হয়। সাঈদ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আদবাড়ির গ্রামের বজলু রহমানের ছেলে।

এলাঙ্গী পুলিশ ক্যাম্পের ইনচার্জ সুফল জানান, আজ সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত সেন্ট্রি ডিউটি ছিল সাঈদের । ডিউটি শেষে পরের সেন্ট্রিকে ডিউটি না বুঝিয়ে দিয়ে সে বিছানায় শুয়ে পড়ে। রুমের সহকর্মীরা তার নাক মুখ দিয়ে বিজলী ও ফেনা দেখতে পেয়ে তড়ি ঘড়ি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জামিরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ও মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম শাহেদের মরদেহ দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন ও মৃত্যু রহস্য উম্মোচনের জন্য মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

পুলিশ সুপার রাফিউল আলম জানান, কনস্টেবল সাঈদের মৃত্যুটা স্বাভাবিক না অস্বাভাবিক সেটা নিশ্চিত হবার জন্য মরদেহ ময়না তদন্ত করা হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলেই বোঝা যাবে তার মৃত্যুর কারণ।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৪ জুন ২০২৩