Print Date & Time : 4 July 2025 Friday 10:16 pm

কপিলমুনি কলেজের এডহক কমিটি গঠন

শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা): খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী কপিলমুনি কলেজের এডহক কমিটি গঠন করা হয়েছে।
রোববার (০২ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীনকে সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ’র সহধর্মীনি শিক্ষানুরাগী সাবরিনা শরমীন আজমীকে (স্বর্ণা) সদস্য করে ৫ সদস্য বিশিষ্ঠ ওই এডহক কমিটি গঠন করা হয়।

সোমবার (০৩ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানানো হয়েছে।

নবগঠিত এডহক কমিটির অন্যান্যরা হলেন, পদাধিকার বলে কমিটির সদস্য সচিব কলেজের অধ্যক্ষ এবং সভাপতি কর্তৃক মনোনীত প্রতিষ্ঠাতাদের ১ জন। অথবা প্রতিষ্ঠাতা সদস্য না থাকলে দাতা ও সমাজ হিতৈষীদের মধ্য থেকে একজন সদস্য। এছাড়া কলেজের শিক্ষকদের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের মধ্য থেকে একজন সদস্য নির্বাচিত হবেন।