Print Date & Time : 10 May 2025 Saturday 6:04 pm

কপিলমুনি কলেজ পরিচালনা পর্ষদের ১ম সভা

পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছার কপিলমুনি কলেজ পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২,০৯,২৪) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মাহেরা নাজনীন’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য সাবরিনা শরমীন আজমী (স্বর্না), শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুস সামাদসহ অধ্যক্ষ এবং কমিটির সদস্য সচিব হাবিবুল্লাহ বাহার।

এদিকে সভা শেষে সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এস মুস্তাফিজুর রহমান পারভেজের সহ-ধর্মীনি সাবরিনা শরমীন আজমী (স্বর্না) কমিটির সদস্য মনোনীত হওয়ায় তাকে পাইকগাছায় কর্মরত সাংবাদিকরা ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, এম মোসলেম উদ্দীন আহমেদ, এন ইসলাম সাগর, এস এম বাবুল আক্তার, স্নেহেন্দু বিকাশ ও আশরাফুল ইসলাম সবুজসহ অন্যান্যরা।