Print Date & Time : 13 September 2025 Saturday 10:06 pm

কবিতা ‘বর্ষা এলে’

-ইলিয়াছ হোসেন

বর্ষা এলে আকাশ জুড়ে

মেঘের ভেলা ভাসে,

মেঘের ফাঁকে দিবাকরে

ক্ষণে ক্ষণে হাসে।

কখনো মেঘ ভারী হয়ে

অঝোর ধারায় ঝরে,

রিমঝিম রিমঝিম বৃষ্টির শব্দে

হৃদয় আনচান করে।

পুকুর নদী খাল ও বিলে

যৌবন ফিরে পায়,

কদম কেয়া জুঁই কামিনী

সৌরভ যে ছড়ায়।

চাষির মনে খুশির জোয়ার

জাম কাঁঠাল আমে,

হাট বাজারে বিক্রি করে

মনের মতো দামে।

বর্ষার শোভায় মুগ্ধ হয়ে

কাব্য লিখেন কবি,

চিত্রকরে তুলি দিয়ে

আঁকেন বর্ষার ছবি।