Print Date & Time : 10 May 2025 Saturday 11:51 pm

কবি ফররুখ স্মরণে আলোচনা সভা

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ ঢাকাদক্ষিণ জামেয়া ইসলামিয়া স্কুলে কবি ফররুখ আহমদ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে জামেয়া পরিচালনা কমিটির সভাপতি, প্রবীণ শিক্ষাবিদ রশিদ আহমদের সভাপতিত্বে ঢাকা দক্ষিণ জামিয়া ইসলামিয়া স্কুলে আয়োজিত কবি ফররুখ আহমদ জীবন ও কর্ম শীর্ষক আলোচনায় সভা অনুষ্ঠিত হয়।

ভাইস প্রিন্সিপাল আব্দুল আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাদেশ্বর মহিলা কলেজের রাষ্ট্রবিঞ্জান বিভাগের বিভাগীয় প্রধান খন্দকার ফরিদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রী কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান কুলসুমা আক্তার,দুভাগ কলেজের ড. শরিফুল ইসলাম,জামেয়া পরিচালনা কমিটির সদস্য মাহফুজ আহমদ চৌধুরী, কবি ও শিক্ষক শামসুদ্দোহা ফজল সিদ্দিকী।
স্বাগত বক্তব্য রাখেন, জামেয়ার প্রিন্সিপাল মোঃ জামিল আহমদ। জামেয়ার শিক্ষার্থী ইসমাইল হোসেনের মাধ্যমে সূচি অনুষ্ঠানে কবি ফররুখ আহমদের কবিতা ও ছড়া আবৃত্তি করে মাশরাফি মাহমুদ, তাহিয়া জান্নাত, সামিরা ইসলাম, সাফওয়ান আহমদ।