স্পোর্টস ডেস্ক:
আসন্ন প্রিমিয়ার ফুটবল লিগের ভেন্যু কমেছে। আগে সাতটি থাকলেও তা কমে এখন চারে দাঁড়িয়েছে। করোনা পরিস্থিতি বৃদ্ধির কারণেই ঢাকার বাইরের অধিকাংশ ভেন্যু কমানো হয়েছে।
শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) অনুষ্ঠিত পেশাদার লিগ কমিটির এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভেন্যুগুলো হলো- বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স, টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম, আর্মি স্টেডিয়াম ও মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়াম।
কুমিল্লা, রাজশাহী, গোপালগঞ্জ ও সিলেটে প্রিমিয়ার লিগের ম্যাচ আয়োজন থেকে আপাতত বিরত থাকছে বাফুফে। অংশ নেওয়া দলগুলো হোম ভেন্যু হিসাবে কোন স্টেডিয়মকেই রাখতে পারবে না। বাফুফের ফিকশ্চার অনুযায়ী খেলতে হবে তাদের।
বাফুফের সিনিয়র সহসভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সামাল মুর্শেদী বলেন, ‘ঢাকার বাইরে আমাদের ভেন্যুগুলো প্রস্তুত ছিল। তবে এই করোনা পরিস্থিতি ও সরকারের বিধি নিষেধ মেনে দলগুলোর ঢাকার বাইরে গিয়ে খেলে আবার ফিরে আসার পরিবর্তে আমরা ঢাকার আশেপাশে খেলার সিদ্ধান্ত নিয়েছি আপাতত। ক্লাবগুলোও এতে সম্মত হয়েছে।’
তিনি যোগ করেন, ‘করোনা পরিস্থিতির প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। রাজশাহী আমাদের ভেন্যুর অন্তর্ভুক্ত ছিল। সেখানে সংক্রমণের হার ৭০ শতাংশের কাছাকাছি। অবস্থার উন্নতি ঘটলে তখন আবার সাত ভেন্যুতে চলে যাব।’
চার ভেন্যু নিয়ে সালাম মুর্শেদী বলেন, ‘এখনো কোনো ক্লাবের নিজস্ব ভেন্যু থাকবে না। চারটি ভেন্যুই বাফুফের ব্যবস্থাপনায় থাকবে। ফিকশ্চারে যেন সব ভেন্যুতে সব দলের সমান ম্যাচ থাকে সেটা নিশ্চিত করা হবে।’
দৈনিক দেশতথ্য//এল//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post