Print Date & Time : 12 September 2025 Friday 1:08 am

করোনায় সাবেক ইউপি চেয়ারম্যান’র মৃত্যু 

শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছার লস্কর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা (৭৫) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

করোনায় আক্রান্ত হয়ে খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ২.৩০ মিনিটে শ্বাসকষ্ট জনিত জটিলতায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আলীগের দুঃসময়ের কান্ডারী লস্কর ইউনিয়ন আওয়ামী লীগের আহবাহক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা সানার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।

অনুরূপভাবে বিবৃতি দিয়েছেন, পাইকগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রশীদুজ্জামান মোড়ল, পাইকগাছা উপজেলা আ’লীগের সভানেত্রী মোছাঃ মাছুমা খাতুন , উপজেলা আ’লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও ২ নং কপিলমুনি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দ্দার , উপজেলা যুবলীগের সদস্য মোঃ অহিদুজ্জামান মোড়ল, শিমুল বিল্লাহ বাপ্পী, সরদার মোজাফফার হোসেন, ছিদ্দিকুর রহমান।