জে. জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রামের কর্ণফুলীতে ছাড়পত্র না থাকায় একটি ইটভাটার মালিককে দুই লাখ টাকার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৪ মার্চ) উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক নুর হাসান সজীবসহ পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা নুর হাসান সজীব জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় কর্ণফুলীর ‘প্যারাগন ব্রিকস ফিল্ড’ কে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত)-২০১৯ অনুযায়ী ইটভাটা পরিচালনার জন্য মালিকগণকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ ছাড়াও ইটভাটা নির্মাণের আগে পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন, বিএসটিআই, স্থানীয় ভূমি অফিসসহ সরকারি কয়েকটি সংস্থার ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। কিন্তু প্যারাগন ব্রিকস ফিল্ড এসব নিয়মের তোয়াক্কা করছেন না।
এ প্রসঙ্গে কর্ণফুলী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, ‘অতি শিগগিরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মহামান্য হাইকোর্টের নির্দেশে অবৈধ ইটভাটাগুলো বন্ধ করা হবে।’
প্রসঙ্গত, বিগত ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি পরিবেশ দূষণের দায়ে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের (৮ নং ওয়ার্ড) চরলক্ষ্যা মৌজার মৌলভীবাজারে অবস্থিত প্যারাগন ব্রিকস ফিল্ডকে এর আগেও ৬ লাখ টাকা জরিমানা করেছিলেন তৎকালিন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. মোয়াজ্জম হোসাইন।
শুধু কি প্যারাগন ব্রিকস, কর্ণফুলী উপজেলার জুলধার এক ইউনিয়নে রয়েছে ৮টি ইটভাটা। তার মধ্যে ৭ টি রয়েছে জুলধা মাতব্বর ঘাটে, অপরটি ডাঙ্গারচরে।এসব ইটভাটায়ও টপসয়েল কাটা হচ্ছে, পুড়ানো হচ্ছে সামাজিক বনায়নের গাছ।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post