ছাত্রলীগের দুই সন্ত্রাসীর হামলায় আহত হয়েছেন বড়উঠানের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম (৪৩)। তাকে রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন পরিষদের উদ্যোক্তা মোঃ ফারুক হোসেন ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ্। সন্ত্রাসীরা তাদের মোটরসাইকেলে ও ভাংচুর করেছে ।
আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।
বৃহস্পতিবার রাত ৮ টার সময় উপজেলার দক্ষিণ শাহমীরপুর গ্রামের পূজামণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।
হাসপাতাল থেকে আহত মোঃ ফারুক জানান, ‘ছাত্রলীগ নেতা কফিল, সাদ্দাম ও আজিজসহ ২০/২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়।
এই বিষয়ে অভিযুক্তদের একাধিকবার কল করা সংযোগ পাওয়া যায়নি।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম আহতদের হাসপাতালে দেখতে যান।
এসময় তারা বলেন, ‘জনপ্রতিনিধিদের উপর সন্ত্রাসী হামলা বরদাশত করা হবে না। কর্ণফুলী থানার ওসি মোঃ দুলাল মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এবি/দৈনিক দেশতথ্য/১৫ অক্টোবর/২০২১।
প্রিন্ট করুন
Discussion about this post