Print Date & Time : 14 September 2025 Sunday 2:31 am

কর্ণফুলীতে পাওনা টাকা নিয়ে মামলা !

চট্টগ্রামের কর্ণফুলীতে পাওনা টাকা পরিশোধ নিয়ে হামলার ঘটনায় ৪ জনকে মামলায় আসামি করা হয়েছে।

কিন্তু স্থানীয়রা বলছেন, ঘটনাটি পাওনা টাকা সংক্রান্তে হয়নি, মূলত কর্ণফুলী নদীকে থাকা জাহাজ থেকে চোরাচালানে চিনি নামাতে গিয়ে দুই পক্ষের প্রভাব বিস্তারে মারামারির ঘটনাটি ঘটে।

গত ২৭ সেপ্টেম্বর সিএমপির কর্ণফুলী থানায় ৪ জনের নাম উল্লেখসহ আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন হামলা শিকার মো. রাজ্জাক পিন্টুর পিতা মো. পেয়ার।

বুধবার মামলা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ।

মামলার আসামিরা হলেন – মোঃ খোকন (৩৫), মোঃ ইলিয়াছ(২৬), মোঃ আনিচুর রহমান রনি, (৩২) এবং মোঃ মোবারক (৩৫)। তারা সবাই শিকলবাহা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর রাত ৮ টার দিকে পাওয়া টাকা পরিশোধ নিয়ে শিকলবাহা তাতিয়া পুকুর পাড় এলাকায় হামলার শিকার হন শিকলবাহা ২ নম্বর ওয়ার্ডের মো. মো. রাজ্জাক পিন্টু (২৮) এবং তার ব্যবসায়িক পাটনার মো. সাইফুল (২৮)।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, মারামারির ঘটনায় একটি মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দৈনিক দেশতথ্য//এইচ/