Print Date & Time : 24 August 2025 Sunday 11:14 pm

কর্ণফুলীতে বাজার মনিটরিংয়ে মাঠে ম্যাজিস্ট্রেট

চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের কর্ণফুলীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে বাজার মনিটরিং করেছেন কর্ণফুলী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী।বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন বাজারের সার্বিক পরিস্থিতি দেখতে যান তিনি।

এ সময় মুদির দোকান, সবজির বাজার, পেঁয়াজ ব্যবসায়ী ও ডিমের আড়তে অভিযান চালান। অভিযানে মূল্য তালিকা না রাখায় একজন মুদির দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, উপজেলা প্রশাসন রমজান জুড়ে অভিযান অব্যাহত রাখবে। রমজানে যেন সাধারণ ক্রেতারা হয়রানি না হন। কোন অসাধু ব্যবসায়ী যদি বাজার অস্থীতিশীল করতে চায়। তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//