Print Date & Time : 14 September 2025 Sunday 10:16 am

কর্ণফুলীতে সার বোঝাই জাহাজ ডুবি, নিখোঁজ ১

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে সার বহনকারী এমভি মাকসুদা-২ নামে একটি লাইটার জাহাজ ডুবির ঘটনায় একজন নিখোঁজ আছেন।

নিখোঁজ ব্যক্তির নাম আজবজুর রহমান (৩৫)। তিনি জাহাজ মালিকপক্ষের স্কট বলে জানান। বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার মধ্যঘাগড়া।

বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে আমদানি করা সার নিয়ে লাইটার জাহাজটি বন্দর চ্যানেল দিয়ে এসে কোস্টগার্ডের কার্যালয়ের কাছে নোঙরের সময় ডুবে যায়।

সোমবার সকালে চট্টগ্রাম সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব কান্তি নাথ বলেন, ‘গতকাল রাতে সদরঘাটের কর্ণফুলী ঘাটের বিপরীতে নদীর দক্ষিণ তীরে সার বহনকারী এমভি মাকসুদা-২ জাহাজটি ডুবে যায়।’

তিনি জানান, জাহাজের ১২ ক্রু সাঁতরে নৌকা ও তীরের কাছাকাছি পৌঁছতে পারলেও জাহাজে থাকা আমদানি পণ্যের এক ব্যক্তিগত প্রহরীকে খুঁজে পাওয়া যায়নি।

দৈনিক দেশতথ্য//এইচ//