চট্টগ্রাম প্রতিনিধি: কর্ণফুলীর ৩ হাজার গরিব দুঃখী পরিবারকে ঈদ উপহার বিতরণ করেছেন কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন হায়দার।মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবু পরিবারের পক্ষ থেকে রবিবার দুপুর তিনটার সময় চরলক্ষ্যা এলাকার এইচটি কনভেনশন হলে বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষের মধ্যে এসব ঈদ উপহার বিতরণের আয়োজন করা হয়।
এসব ঈদ উপহারের মধ্যে রয়েছে সেমাই, চিনি, তেল, চাল, ডাল, লবণসহ নানা খাদ্য পণ্য।
বিতরণের সময় উপস্থিত ছিলেন-আওয়ামী লীগ নেতা আহমদ আলী রনি, মনির আহমদ, কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ উদ্দীন আজাদ, চরলক্ষ্যা ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম জাকারিয়া, যুবলীগ নেতা সেকান্দর মির্জা, তাসলিম উদ্দীন, হায়দার আলী, মামুন, আলাউদ্দীন, সাজ্জাদ আরমান, শামসুল আলম, আরমান, শাহাজাহান, সোহাগ গাজী, এরশাদ, আব্দুর নূর, মাহাবুব, দিদার, জানে আলম, মুর্শেদ, মহিন, সায়বানসহ প্রমূখ।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post