জে. জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম কর্ণফুলীর জুলধার ডাকাতির ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার হয়েছেন। ধৃত আসামির বিরুদ্ধে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
সোমবার (১১ মার্চ) বিকেলে শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন (অতিরিক্ত চীফ) ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার এ রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, আসামি নুর নবীর (৩০) বাড়ি কর্ণফুলীর জুলধা ৮ নম্বর ওয়ার্ডের হাসেম বাড়ি। পিতার নাম আবুল হাসেম। আসামি মামলার বাদি মো. নাজেম এর আপন ভাগিনা। এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা কর্ণফুলী থানার এসআই আবু সাঈদ রানা।
পুলিশ সূত্রে জানায়, ডাকাতির ঘটনাকালে গ্রেপ্তার নুর নবীকে বাড়ির আশেপাশে ঘুরাফেরা করতে দেখেছেন স্থানীয়রা। গত ৯ মার্চ অভিযান চালিয়ে জুলধা পাইপের ঘোড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে এ ঘটনায় আনোয়ারার বারশত ইউনিয়নের বিলপুর হাজী বাড়ির মৃত আবদুর রহিমের ছেলে নুর মোহাম্মদ (৩৫) গ্রেফতার করে দুই দিনের রিমান্ডে এনেছিলো পুলিশ। কিন্তু তেমন কোন গুরুত্বপূর্ণ তথ্য মিলেনি রিমান্ডে।
উল্লেখ্য, গত ১৫ই ফেব্রুয়ারি গভীর রাতে কর্ণফুলীর জুলধা ইউনিয়নের দুধ বেপারী মো. নাজেম (৪৮) এর একতলা বাড়িতে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটে।
এতে ডাকাতেরা পরিবারের সবাইকে হাত পা বেঁধে রুমে আটকে রেখে প্রায় ৩ ভরি স্বর্ণ, দুই লক্ষ নগদ টাকা, দুটি মোবাইল ফোনসহ কাপড় চোপড় লুট করে নিয়ে যান।
এ ঘটনায় বাড়ির মালিক মো. নাজেম বাদি হয়ে ১০/১২ জনকে অজ্ঞাত নামা আসামি করে মামলা করেন। যার জিআর মামলা নং-২৭।
মামলার বাদি নাজেম বলেন, ‘পুলিশ পরিচয়ে তার বাড়িতে ডাকাতি করা হয়েছে। ডাকাতরা সব ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। সবার হাতে দেশীয় অস্ত্র ছিলো। সবার মুখে মাস্ক, হাফ প্যান্ট, গায়ে হাফ হাতা গেঞ্জি, পায়ে ও হাতে মোজা। মাথায় পাগড়ির মত গামছা বাঁধা ছিল।’
এ ব্যাপারে মামলার বাদি দুধ বেপারী মো. নাজেমের স্ত্রী ছানোয়ারা বেগম বলেন, নুর নবী সম্পর্কে আমাদের ভাগিনা। সে ঘটনার আগে বিভিন্ন সময় আমাদের ঘরে এসে টাকা পয়সা ও স্বর্ণালংকারের কথা জিজ্ঞেস করত। ঘটনার দিনও বাড়ির আশপাশে ঘোরাফেরা করতে দেখেছি।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, ডাকাতির অভিযোগে সন্দেহজনক এক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ১১,২০২৪//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post