Print Date & Time : 25 August 2025 Monday 4:35 pm

কলাতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলাউদ্দিন হাওলাদার নির্বাচিত

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা(ভোলা) সংবাদদাতা :
মনপুরা নবগঠিত ৫নং কলাতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে চেয়ারম্যান পদে আলাউদ্দিন হাওলাদার বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।শুক্রবার সকাল ১১ ঘটিকায় রিটার্নিং অফিসার মোঃ মঞ্জুর হোসেন বেসরকারি ভাবে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন হাওলাদার ও সংরক্ষিত মহিলা মেম্বার(৭,৮ ও ৯) নং ওয়ার্ডের নিলুফা আক্তার (দেবর ভাবি)কে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত(বিজয়ী) ঘোষনা করেন।

উল্লেখ্য আগামী ৯ই মার্চ অনুষ্ঠিত হবে বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার ২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। ১নং মনপুরা ইউনিয়নকে বিভক্ত করে দুটি ইউনিয়ন করায় ইউনিয়ন ২টির ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ৯ মার্চ।

২৩শে ফেব্রুয়ারি শুক্রবার প্রতিক বরাদ্ধ দেন রিটার্নিং অফিসার। ১নং মনপুরা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মোঃ আমানতউল্যা আলমগীর(মোটর গাড়ি), উপজেলা আ’লীগ কোষাধক্ষ মোঃ লোকমান হোসেন হাওলাদার ( আনারস), ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক মোঃ নিজামউদ্দিন মিয়া (চশমা), মোঃ সাহাবউদ্দিন (দুই পাতা) ও মোঃ শরিফ (রজনি গন্ধা) প্রতিক বরাদ্ধ পান।

এব্যাপারে রির্টানিং অফিসার মঞ্জুর হোসেন খান ও অনিমেষ কুমার বসু বলেন,নির্বাচন কমিশনের সিডিউল মোতাবেক ২৩শে ফেব্রুয়ারি শুক্রবার ছিল প্রতিক বরাদ্ধের নির্ধারিত দিন। আমরা সকল প্রার্থীকে প্রতিক বরাদ্ধ দিয়েছি। প্রতিদ্বন্ধি কোন প্রার্থী না থাকায় ১ জন চেয়ারম্যান ও ১ জন সংরক্ষিত মহিলা মেম্বারকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষনা করেছি।
অপর প্রার্থীদের ৯ মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। অবাধ সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সকল প্রস্তুতি গ্রহন করেছেন।

দৈনিক দেশতথ্য//এইচ//