গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় কেকেবি নামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লক্ষ টাকা জরিমানা ও ৩ কোটি টাকার মালামাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ।
জানা গেছে, উপজেলার লতাচাপলী ইউনিয়নে পুনামাপাড়া গ্রামে কেকেবি ইটভাটায় ইট তৈরীর কাজে খাপড়াভাঙ্গা নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় এ জরিমানা করা হয়।
এসময় স্পট থেকে ২টি ভেকু, একটি পল্টুন, একটি বাল্কহেড জব্দ করা হয়। জব্দকৃত মালামালের অনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকা। আগামী ৩ দিনের মধ্যে জরিমানার টাকা পরিশোধ না করলে, জব্দকৃত মালামাল নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানায় একটি সূত্র।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট কৌশিক আহমেদ বলেন, খাল থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড । জব্দকৃত মালামাল ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post