Print Date & Time : 24 August 2025 Sunday 6:47 am

কলাপাড়ায় আওয়ামীলীগের কার্যালয় উদ্বোধন

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামীলীগ মহিপুর থানা শাখার নিজস্ব কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শনিবার শেষ বিকেলে শহরের হাসপাতাল রোডে ফলক উন্মোচনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে এ কার্যালয়টি উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মুহিব্বুর রহমান এমপি।

এসময় তিনি বলেন, সন্ত্রাস, ভূমিদস্যু, চাঁদাবাজের দলে কোন জায়গা হবে না। সন্ত্রাসের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, মহিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন তালুকদার, মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক আকন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দৈনিক দেশতথ্য//এইচ//