Print Date & Time : 27 August 2025 Wednesday 1:53 am

কলাপাড়ায় আগুনে বসত বাড়ি পুড়ে ছাই

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে এক অগ্নিকান্ডের ঘটনায় পুরো বাড়িটি পুরে ছাই হয়েছে।

সোমবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার মহিপুর ইউনিয়নের মাইটভাংগা গ্রামে ইব্রাহিম মুসুল্লীর বাড়িতে এ ঘটনা ঘটে।
এতে প্রাথমিকভাবে ক্ষয় ক্ষতির পরিমান পাঁচ লক্ষাধিক টাকা। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।

ঘটনার সময় বাড়ির মালিক ইব্রাহিম বাড়িতে ছিল না। স্থানীয় মানুষ আগুন নেভাতে সক্ষম হয়। তবে ফায়ার সার্ভিসের একটি টিম আগুন অনেকটা নিভে যাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানা গেছে।

এ ব্যাপারে বাড়ীর মালিক ইব্রাহিম জানান, ঘর এবং আসবাব পত্র সহ অন্তত: ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে তিনিও কিছু বলতে পারেনি।