Print Date & Time : 10 May 2025 Saturday 5:41 pm

কলাপাড়ায় একই পরিবারের পাঁচজনকে অচেতন করে টাকা, স্বর্নালংকার লুট

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুুয়াখালীর কলাপাড়ায় একই পরিবারের পাঁচজনকে অচেতন করে নগদ টাকা সহ স্বর্নালংকার লুট করে নিয়ে গেছে দূর্বৃত্তরা।

মংগলবার রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামুরতলা গ্রামে এক অটো চালকের বাড়িতে এ ঘটনা ঘটে।

বুধবার সকাল পৌনে ১০ টার দিকে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেছে।

এরা হলো মো.মিজানুর রহমান ঘরামী (৪০), মোসা. খাদিজা বেগম (৭০) মারুফা (২০) আবদুল হামিদ (৮০) ও মো. জিহাদ (১২)।

আহত মিজানুর রহমানের এক আত্মীয় মো. ইউনুস জানান,. ঘরের এক পাশের টিন কেটে দূর্বৃত্তরা ভিতরে ঢুকে চেতনা নাশক কিছু স্প্রে করেছে। এ সময় তারা ঘুমন্ত অবস্থায় ছিল।

তবে দূবৃর্ত্তরা ঘরে থাকা নগদ টাকা এবং স্বর্নালংকার লুট করে নিয়েছে। কি পরিমান টাকা কিংবা স্বর্নালংকার লুট করেছে তা জানা যায়নি।

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।