Print Date & Time : 25 August 2025 Monday 8:40 am

কলাপাড়ায় ওজনে কারচুপি, ৯ ব্যবসায়ীর জরিমানা

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় মূল্য তালিকা না থাকা এবং পরিমাপে কারসাজি করার অপরাধে ৯ ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তর।পটুয়াখালী সহকারী পরিচালক শাহ মো. সোয়াইব মিয়া বুধবার দুপুরে পৌর শহরের নতুন বাজার এবং ফেরিঘাট এলাকায় ব্যবসায়ীদের এ জরিমানা করেন।

এ সময় ব্যবসায়ী মো. মনির হোসেনকে জরিমানা তিন হাজার টাকা, মো.রেজাউল করিমকে দুই হাজার টাকা, মো. রবিউল ইসলামকে দুই হাজার টাকা, মো.মোশারেফ হোসেনকে দুই হাজার টাকা, নুরুল ইসলামকে দুই হাজার টাকা, হাসান সিকদারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। দোকানে মূল্য তালিকা না থাকায় এদের জরিমানা করা হয়।

এ ছাড়া পরিমাপে কারসাজি করার অপরাধে মো. সাইদুল ইসলামকে পাঁচ হাজার টাকা, নকল প্রসাধনী বিক্রির অপরাধে আশা কসমেটিকসকে তিন হাজার টাকা, আমদানি কারকের নাম না থাকার অপরাধে নাভা কসমেটিকসকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের সহযোগী হিসেবে কলাপাড়া উপজেলা স্যানিটারি কর্মকর্তা মৃনাল চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এইচ//