গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় দুর্লভ প্রজাতির ১ টি কালোমাথা কাস্তেচরা পাখি উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।
বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খেয়াঘাট এলাকা থেকে আহত অবস্থায় পাখিটি উদ্ধার করা হয়।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য বায়জিদ মুন্সী বলেন, আন্ধারমানিক নদীর চর থেকে এ পাখিটি উদ্ধার করে স্থানীয়রা আমাদের খবর দিলে আমরা পাখিটি উদ্ধার করি। এটির ডান পাখায় আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে প্রাথমিক চিকিৎসা চলছে।
কলাপাড়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম জানান, এসব পাখি অতি দুর্লভ। পাখিটি সুস্থ হলে বনে অবমুক্ত করা দেয়া হবে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post