গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় আফসানা (১৩)নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ।বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামের গাজী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত আফসানা ওই এলাকার নূরসায়েদ সিকদারের মেয়ে বলে জানা যায়।
মৃতের ভাই আবু সাইদ জানান, বাজার থেকে এসে অনেক ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে বোনের ঝুলন্ত লাশ দেখতে পান তিনি।
কলাপাড়া থানার ওসি আলি আহম্মেদ বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//