Print Date & Time : 22 August 2025 Friday 10:54 pm

কলাপাড়ায় গর্ত খুড়ে নারীর মরদেহ উদ্ধার

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়া উপজেলার দক্ষিণ বড় বালিয়াতলী গ্রাম থেকে গর্ত খুঁড়ে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা উদ্ধার করেছে আয়েশা বেগম নামের ৬৫ বছরের এক বৃদ্ধার মরদেহ।
সোমবার সকাল ১১ টার দিকে দক্ষিণ বড় বালিয়াতলী গ্রামের মো. ইউনুস মিয়ার বাড়ির পাশের মাটির গর্ত খুড়ে ভিকটিম বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আয়েশা একই গ্রামের মৃত মোশারফ হোসেনের স্ত্রী। স্বামীর মৃত্যুর পরে সে বাজারে মাছ ও তরকারি টোকানোর কাজ করতো বলে জানিয়েছে স্থানীয়রা।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান জানান, নিহত গৃহবধুর শরীরে পঁচন ধরেছে। দুই -তিন দিন আগে তাকে মেরে মাটি চাপা দেয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। মৃত্যুর কারন জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।