Print Date & Time : 24 August 2025 Sunday 7:21 am

কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

গোফরান পলাশ, কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় শ্বশুরবাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূ আমেনা খাতুন (২০)’র ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী শাকিব মৃধা (২২) কে জিজ্ঞাসাবদের জন্য আটক করেছে।
রবিবার উপজেলায় নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমেনা ধুলাসার ইউনিয়নের পূর্ব ধুলাসার গ্রামের নুরু ফরাজী’র মেয়ে।

ভিকটিম পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে আমেনাকে হত্যার পর দড়ি দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে আত্মহত্যা করার প্রচার করে।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামের বাসিন্দা মোশারফ মৃধার ছেলে সাকিব মৃধার সাথে একই উপজেলায় ধুলাসার ইউনিয়নের পূর্ব ধুলাসার গ্রামের বাসিন্দা নুরু ফরাজীর মেয়ে আমেনা খাতুন এর সাথে দুই বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়।

কলাপাড়া থানার ওসি আলী আহমেদ জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী শাকিবকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

দৈনিক দেশতথ্য//এইচ//