গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় ‘রেমাল’ ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বিজ ও সার বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় ‘কিছু প্রয়োজন কর্মসূচি’র আওতায় উপজেলা কৃষি অফিস কার্যালয় মিলনায়তনে ১হাজার ৮’শত ৯০ জন কৃষককে জন প্রতি ৫ কেজি বীজ, ২০ কেজি করে সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কমকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা ,পেস ক্লাব সভাপতি মোঃ হুমায়ূন কবির সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post