Print Date & Time : 25 August 2025 Monday 7:01 pm

কলাপাড়ায় ডাকাত দলের তিন সদস্য আটক

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ তিন ডাকাত কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের মো. জাকির খানের বাঁশের আড়তের পিছন থেকে এদের গ্রেফতার করা হয়।

এ সময় এদের কাছ থেকে একটি রামদা, একটি চাপাতি, একটি ড্যাগার, একটি লোহার শাপল, হ্যাসকো ব্লেড সহ ইঞ্জিন চালিত একটি কাঠের নৌকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো মো: জামাল আকন (৪৫), মো: শানু হাওলাদার (৬০) ও মো: হানিফ হাওলাদার (৪৯)। তিনজনই পেশাদার ডাকাত দলের সদস্য বলে জানা গেছে। এদের মধ্যে জামাল আকনের বাড়ী কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামে। এছাড়া শানু হাওলাদার এবং হানিফ হাওলাদারের বাড়ী পটুয়াখালীর লাউকাঠি গ্রামে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কলাপাড়া থানার ওসি মো: আলী আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//