গোফরান পলাশ, কলাপাড়া: ঈদ-উল-ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে, দুস্থ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে তাদের হাতে ঈদ সামগ্রী তুলে দিলেন স্থানীয় সাংসদ অধ্যক্ষ মোঃ মুহিববুর রহমান।
গত ক’দিন ধরে তিনি তার নির্বাচনী এলাকা পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার তৃণমূল জনপদের অসহায়, দুস্থ মানুষের মাঝে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষে এ ঈদ সামগ্রী বিতরণ করেন। এসময় তার সাথে ছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এর আগে তিনি বৃহস্পতিবার সকালে কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নে দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে পোলাও চাল, সেমাই, চিনি ট্যাং, দুধ।
পরে দুপুর ১২ টার দিকে তিনি সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ধানখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জয়নাল মৃধাকে দেখতে তার বাড়িতে যান। তিনি তার চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
প্রিন্ট করুন
Discussion about this post