গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ার মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় শ্রী শ্রী মদনমোহন মন্দির থেকে সেবাশ্রম যুব কমিটি ও পূজা উদযাপন কমিটির আয়োজনে মঙ্গল শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মন্দিরে বন্যা দূর্গত মানুষের জন্য প্রার্থনা করা হয।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার, সহ-সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএপির সভাপতি মো. ফারুক গাজী, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, চিংগুড়িয়া শ্রী শ্রী সার্বজনীন দুর্গাপূজা মন্দির কমিটির সভাপতি অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক প্রমূখ ।
প্রসঙ্গত, এবছরই প্রথম হিন্দু সম্প্রদায়ের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রায় অংশ নিতে দেখা গেছে বিএনপির নেতা কর্মীদের। ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর হিন্দুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এরপর হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা দিতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের।

Discussion about this post