গোফরান পলাশ, কলাপাড়া(পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে নির্মিত পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রর স্ক্র্যাপ মালামাল চুরি ও পাচারের ঘটনায় দায়ের করা মামলায় ধানখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শামীম তালুকদার (৩৭) সহ তার দু’সহযোগী রিয়াজ (৩৫) ও জুয়েল (৩৪) কে জেল হাজতে প্রেরন করেছে আদালত।
মঙ্গলবার কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আশীষ রায়ের আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের আদেশ দেন।
এর আগে র্যাব-৮ পটুয়াখালী’র সদস্যরা সোমবার বিকালে শ্রমিক দল সভাপতি শামীম সহ তার দুই সহযোগীকে গ্রেফতার করে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়। কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার সকালে শামীমকে কলাপাড়া আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত শুনানী শেষে জামিন নামঞ্জুর করে তাদের পটুয়াখালী জেলে হাজতে প্রেরন করেন।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ মালামাল চুরির ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখ করে বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি ম্যানেজার (অ্যাডমিন) আমিনুল ইসলাম কলাপাড়া থানায় একটি মামলা করেন। এ মামলার প্রধান আসামি ধানখালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সোহেল মোল্লা। এ মামলায় ৩৪ আসামির বেশির ভাগই স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে । মামলায় বলা হয়েছে এ চক্রটি পাওয়ার প্লাটের অভ্যন্তরে ঢুকে তামার তার, স্টিলের পাতসহ লোহার বিভিন্ন সামগ্রী চুরি করে পাচার করে আসছিল। দুই টন মালামালসহ একটি ট্রাকও আটক করা হয়।
১২.মনপুরায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলার উদ্ভোধন।
মোঃ ছালাহউদ্দিন,মনপুরা(ভোলা) সংবাদদাতা:
মনপুরায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
মনপুরায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জ্ঞান বিজ্ঞানে করবো জয়,সেরা হবো বিশ্বময় এই বিষয় কে সামনে এনে উপজেলার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান মেলায় অংশ গ্রহন করেন।
মঙ্গলবার সকল ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরে তিন উপজেলার সরকারি বিভিন্ন দাপ্তরিক প্রধানদের সাথে নিয়ে মেলায় অংশ গ্রহনকারি সকল শিক্ষাপ্রতিষ্ঠানের স্টলগুলো পরিদর্শন করেন। এই সময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ টিপু সুলতান,মনোয়ারা বেগম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম শাহীন,সমবায় অফিসার মোঃ নাছিরউদ্দিন,জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আশরাফ হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগন,সাংবাদিক।