গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।দিবসটি পালন উপলক্ষে রবিবার সূর্যোদয়ের সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১০টায় জন্মবার্ষিকীর কেক কাটা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল সাড়ে ১১টায় শিশু স্বাস্থ্য সেবা ক্যাম্প, বাদ জোহর সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর এ বর্নাঢ্য অনুষ্ঠানমালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির প্রমূখ।
এর আগে ১৬ মার্চ সকাল ১০টায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন, আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post